রবিবার | ১৮ মে, ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ, ১৪৩২

খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন

নিজস্ব প্রতিবেদক: খুলনায় পাটের বস্তার গোডাউনে আগুন লেগেছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নগরীর বড়বাজার স্টেশন রোড এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করে রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তবে কীভাবে আগুন লেগেছে এবং আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

স্থানীয়রা জানান, খুলনার বড়বাজার স্টেশন রোডের মেসার্স আহসান উল্লাহ নামে পাটের বস্তার গোডাউনে আগুন লাগে রাত ১০টার পর। খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসে সদস্যরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, বস্তার গোডাউনে আগুন লাগার সংবাদ পেয়ে খালিশপুর, দৌলতপুর ও খুলনা সদরের ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কয়েক ঘণ্টার চেষ্টায় রাত সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে পরে বলা যাবে।

তিনি আরও বলেন, আমরা আগুন সম্পূর্ণ ছড়িয়ে যেতে দেইনি। চারিদিকে শুধু গোডাউন। আগুন নিয়ন্ত্রণে আনতে তাই একটু সময় বেশি লেগেছে। তাছাড়া গোডাউনের ভেতরে লাখ লাখ বস্তা রয়েছে। বস্তার মধ্যে আগুন। আর বস্তার মধ্যে পানি ঢুকতে চায় না।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM