রবিবার | ২৫ মে, ২০২৫ | ১১ জ্যৈষ্ঠ, ১৪৩২

৮ বছর পর প্যারাগুয়ের কাছে ধরাশায়ী আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ সময় শুক্রবার (১৫ নভেম্বর) ভোর রাতে ম্যাচের শুরুতেই লাওতারো মার্টিনেজ গোল করে এগিয়ে নিলেন আর্জেন্টিনাকে। কিন্তু প্রথমার্ধে অ্যান্তোনিও সানাব্রিয়ার বাইসাইকেল কিক ও দ্বিতীয়ার্ধে ওমার আলদেরেতের হেডে পাওয়া দারুণ দুই গোলে আর্জেন্টিনাকে হারিয়ে দিলো প্যারাগুয়ে। আর তাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চতুর্থ জয় পেল তারা। আর্জেন্টিনাকে দিলো তৃতীয় হারের স্বাদ। এটা অবশ্য আর্জেন্টিনার বিপক্ষে দীর্ঘ ৮ বছর পর পাওয়া জয়। সবশেষ ২০১৬ সালে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে তারা হারিয়েছিল আলবিসিলেস্তাদের।

এই হারের পরও ১১ ম্যাচ থেকে ২২ পয়েন্ট নিয়ে যথারীতি দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। সমান ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে অবস্থান নিয়েছে প্যারাগুয়ে। কেবল গোল ব্যবধানে এগিয়ে ইকুয়েডর ও উরুগুয়ে তাদের সামনে আছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলের চেয়ে প্যারাগুয়ে পিছিয়ে আছে মাত্র ১ পয়েন্টে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM