শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

হলিউডে পেছনে থেকে একে অপরের সম্পর্কে কটু কথা বলে: সিডনি সুয়িনি

এন্টারটেইনমেন্ট ডেস্ক: হলিউড তারকা সিডনি সুয়িনি। তাকে নিয়ে কটাক্ষ করলেন হলিউডের অভিজ্ঞ প্রযোজক ক্যারল বাউম। অপরিচ্ছন্ন এবং অভিনয় করতে জানে না বলে সিডনিকে উদ্দেশ্য করেন মন্তব্য করেন তিনি। এ কটাক্ষের বিরুদ্ধে সিডনির প্রতিনিধির পক্ষ থেকে তখন তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছিল। সেখানে বাউমকে একজন নারী হয়ে অন্য নারীকে আক্রমণ করার জন্য নিন্দা জানানো হয়।
এ প্রসঙ্গে সিডনি ভ্যানিটি ফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা খুবই হতাশাজনক যে নারীরা একে অপরকে ছোট করে। তারাই একে অন্যকে টেনে নামাতে চায় যখন কেউ সফল হয়। পুরোনো নারী শিল্পীরা নতুন প্রতিভাদের কঠোর পরিশ্রম করতে দেখে তাদের হতাশ করতে চান নানাভাবে। হলিউডে এগুলো চলে প্রায়ই।
তিনি আরও বলেন, ‘‘এই ইন্ডাস্ট্রিতে সবাই বলে ‘নারীরা একে অপরকে সমর্থন করে’। কিন্তু কিছুই হচ্ছে না। সবকিছু ভণ্ডামি। তারা পেছনে থেকে একে অপরের সম্পর্কে কটু কথা বলে। স্বপ্ন ভেঙে দিতে চায়।’’
সিডনি আরও যোগ করেন, ‘আমরা একটা প্রজন্মগত সমস্যা দেখে ও শিখে বেড়ে উঠেছি যে, এখানে একমাত্র একজন নারীই শীর্ষে থাকতে পারে। একসঙ্গে অনেক নারী কখনো শীর্ষে যায় না। সেজন্যই একে অপরকে উৎসাহিত করার বদলে শীর্ষে যেতে সবাই একে অপরের বিরুদ্ধে লড়াই করতে থাকে বা একে অপরকে নামাতে বাধ্য হয়। কেউ সেরা কাজ করলেই তাকে নানাভাবে আক্রমণের শিকার হতে হয়, তার শত্রু বেড়ে যায়।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM