গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে চারজন দগ্ধ হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, সকাল সাড়ে ৮টায় তাদের বার্ন ইনস্টিটিউটে আনা হয়।
তাদের মধ্যে ২২ বছর বয়সী তানজিলের শরীরের ২০ শতাংশ এবং ২০ বছর বয়সী রাব্বির ২৩ শতাংশ পুড়ে গেছে। আর ৬৫ বছর বয়সী শামসুলের ৫ শতাংশ এবং ৪৯ বছরের রাজিয়া হকের শরীরের ৪ শতাংশ পুড়ে গেছে।
চিকিৎসক শাওন বলেন, “তানজিল এবং রাব্বির শরীর বেশি পুড়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় এইচডিইউতে ভর্তি করা হয়েছে।”
বাকি দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি।