শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

২য় বাংলাদেশী হিসেবে ১৫ হাজার ক্লাবে মুশফিক

স্পোর্টস ডেস্ক: তামিম ইকবালের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ১৫ হাজার রানের মাইলফলক ছুঁলেন মুশফিক। আজ ব্যাটিংয়ে নামার আগে ১৫ হাজার থেকে ৩২ রান দূরে ছিলেন। ফিফটি করে ছাড়িয়ে গেলেন সেটিও। তাঁর নামের পাশে এখন ৫১০ ইনিংসে ১৫০২৩ রান।

রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রান তুলেছে বাংলাদেশ দল। ১২২ বলে ৫৫ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত আছেন মুশফিকুর রহিম। দলকে ভালো অবস্থায় নিয়ে যেতে কার্যকর ভূমিকার পাশাপাশি ব্যক্তিগত অর্জনও করেছেন এই উইকেটরক্ষক-ব্যাটার।

মুশফিকের ৮৯ টেস্টে ৫৭৩১ রান, ২৭১ ওয়ানডেতে ৭৭৯২ রান এবং ১০২ টি-টোয়েন্টিতে ১৫০০ রান। ১৯ সেঞ্চুরির সঙ্গে রয়েছে ৮৩ ফিফটি। মুশফিকের পরে রয়েছেন সাকিব আল হাসান। ৪৮৫ ইনিংসে ১৪৬৪১ রান এই অলরাউন্ডারের। মাহমুদউল্লাহ রিয়াদ রয়েছেন তালিকায় চার নম্বরে। ৪২৩ ইনিংসে ১০৬৯৪ রান তাঁর।

তামিমকে ছুঁতে আর ১৬৯ রান প্রয়োজন মুশফিকের। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক তামিম ৪৪৮ ইনিংসে করেছেন ১৫১৯২ রান। বেশ কিছু দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত এই বাঁহাতি ওপেনার। মুশফিকের সামনে সুযোগ আছে তাঁকে ছাড়িয়ে যাওয়ার। এআরএস

 

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team