সোমবার | ২৬ মে, ২০২৫ | ১২ জ্যৈষ্ঠ, ১৪৩২

তিতুমীর কলেজের সব ক্লাস-পরীক্ষা বন্ধের কর্মসূচি দিলো আন্দোলনরত শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক: তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে কমিটি গঠন করে শেষ পর্যন্ত তা প্রকাশ না করায় মঙ্গলবারও (১৯ নভেম্বর) আন্দোলন চলমান রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিকে, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য সব ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তারা।

সোমবার (১৮ নভেম্বর) রাতে সচিবালয়ে সরকারের প্রতিনিধির সঙ্গে আলোচনার পর বেরিয়ে এসে আন্দোলনের সমন্বয়করা সাংবাদিকদের জানান, তাদের কর্মসূচি চলমান রাখা হবে।

তিতুমীর কলেজ সমন্বয়ক আমিনুল ইসলাম ওই কর্মসূচি ঘোষণা করে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টার সঙ্গে আলোচনার পর তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরে একটি কমিটি গঠন করতে প্রেস রিলিজ তৈরি করা হয়। কিন্তু একই সময়ে কোনও একজন ব্যক্তির ফোনে ওই প্রেস রিলিজ জারি করা হয়নি। আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম, আপনারা কোন চক্রান্ত করছেন? ১২ হাজার শিক্ষার্থীর পক্ষ থেকে আমরা ১৪ জন সরকারের প্রতিনিধির সঙ্গে কথা বলতে এসেছি। আপনারা কী চান আমরা আসামি হয়ে ক্যাম্পাসে ফিরে যাই? আপনারা যে কাজটি করেছেন তাতে আমরা আসামির মতো হয়েছি। আমরা কেন আলোচনা করতে আসলাম এটার জন্য শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করতে হবে। কাজেই আপনারা (সরকার) আমাদের সঙ্গে যে কাজটি করেছেন তা অত্যন্ত ন্যক্কারজনক। আমরা আপনাদের কাছ থেকে এটা আশা করিনি। সংশ্লিষ্টদের আচরণে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে। কাজেই আমাদের আন্দোলন ছাড়া শিক্ষার্থীদের কাছে যাওয়ার আর কোনও রাস্তা নেই। আমরা একটি যৌক্তিক সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।

এ সময় মঙ্গলবার কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজের সব পরীক্ষার ক্লাস বন্ধ থাকবে। আমাদের চলমান কর্মসূচি সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বারাসাত টু মহাখালী কর্মসূচি চলমান থাকবে।

এদিকে, মঙ্গলবার আন্দোলনের ঘোষণা দেওয়ার পর রাত ৯টা দিকে তিতুমীর কলেজের শিক্ষার্থী সড়কে ছেড়ে দেয়। এতে মহাখালী থেকে গুলশান রোডে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM