মঙ্গলবার | ১৩ মে, ২০২৫ | ৩০ বৈশাখ, ১৪৩২

হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ, আহত ৩০

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ সদর উপজেলার মোহনপুর ও বহুলা গ্রামবাসীর মধ্যে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৩০ জন আহত হয়েছেন।

সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৮টায় জেলা সদরের বাইপাস এলাকায় ইয়ামাহা শো রুমের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

স্থানীয়রা জানান, মোহনপুর এলাকার তিন যুবক রাতে বাইপাস এলাকায় বসে সময় কাটাচ্ছিলেন। তখন বড় বহুলা গ্রামের এক যুবক সেখানে তাদের আড্ডা দিতে বারণ করলে দুপক্ষে মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে দুই এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং মাইকে ঘোষণা দিয়ে ইয়ামাহা শো রুমের সামনে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষে অন্তত ৩০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

খবর পেয়ে সেনাবাহিনী ও হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বাংলানিউজকে এ তথ্য দিয়েছেন।

তিনি জানান, সংঘর্ষের পর বাইপাস এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM