নিজস্ব প্রতিবেদক: তাবলীগ জামাতের আমির মাওলানা সাদকে বাংলাদেশে প্রবেশ ও এবারের বিশ্ব ইজতেমায় অংশগ্রহণের সুযোগ চেয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুই ঘণ্টাব্যাপী রাজধানীর কাকরাইল মসজিদ ও তৎসংলগ্ন এলাকায় সাদপন্থীরা যমুনায় প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করতে অবস্থান কর্মসূচি পালন করে। এ সময় প্রায় ১০০০ মুসল্লির সমাগম দেখা গেছে। তখন সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। তবে এখন স্বাভাবিক রয়েছে।
পরে সাদপন্থী ৮ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধদল প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করতে রওনা হন। তারা হলেন- মাওলানা আব্দুল্লাহ সাহেব, প্রফেসর মহিউদ্দিন সাহেব, মাওলানা আনাস বিন মোজাম্মেল হক, সাইফুর রহমান, আতাউর রহমান, শিহাব উদ্দিন, মো. শামিম ও মো. রেজা আরিফ।