বুধবার | ২১ মে, ২০২৫ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩২

ডেঙ্গু: রোগী ছাড়াল ৮২ হাজার, মৃত্যু ৪২২

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১০৫২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন; তাতে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮২ হাজার ১২০ জনে।

ডেঙ্গু আক্রান্তদের মধ্যে গত একদিনে আরো ১ জনের মৃত্যু হয়েছে। তাতে এ বছর মশাবাহিত এ রোগে মোট ৪২২ জনের মৃত্যু হল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪০৫ জন, ঢাকা বিভাগে ১৫৯ জন, ময়মনসিংহে ৩৫ জন, চট্টগ্রামে ১৩৭ জন, খুলনায় ১৪০ জন, রাজশাহী বিভাগে ৭৪ জন, রংপুর বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে ৮৫ জন এবং সিলেট বিভাগে ৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

যিনি মারা গেছেন, তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৭৭ হাজার ৭০৫ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৯৯৩ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৬২০ জন; আর ২৩৭৩ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৪৮ হাজার ৮৯১ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ হাজার ২২৯ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর নভেম্বরের প্রথম ১৯ দিনে ২০ হাজার ৩০৩ জন রোগী ভর্তি হয়েছে, মৃত্যু হয়েছে ১০৭ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM