শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

চোট পেয়ে মৌসুমের শুরুতেই ছিটকে গেলেন বেলিংহ্যাম

স্পোর্টস ডেস্ক: ডান পায়ের পেশীতে চোট পেয়ে নতুন মৌসুমের শুরুতেই ছিটকে গেলেন রিয়াল মাদ্রিদের অ্যাটাকিং মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। ইংলিশ এই তারকার চোট পাওয়ায় লা লিগায় রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ম্যাচের আগে একটি ধাক্কা খেলো রিয়াল মাদ্রিদ। এতে ইংল্যান্ড জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলির কপালেও চিন্তার ভাজ পড়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) বেলিংহ্যামের ইনজুরির বিষয়ে এক বিবৃতি দিয়েছে রিয়াল মাদ্রিদ।

বিবৃতিতে বলা হয়, ‘জুড বেলিংহ্যামের ওপর রিয়াল মাদ্রিদ মেডিকেল সার্ভিসের পরীক্ষা-নিরীক্ষা শেষে তার ডান পায়ের পেশীতে চোট ধরা পড়েছে। তার অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।’

এদিকে স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে বেলিংহ্যামকে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে তিনি ট্রেনিংয়ে ফিরতে পারেন। এ কথা সত্যি হলে লিগে কয়েক ম্যাচে তাকে পাচ্ছেন না রিয়াল বস কার্লো আনচেলত্তি।

গত সপ্তাহে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে মায়োর্কার বিপক্ষে ১-১ গোলের ব্যবধানে ড্র করে ফিরেছে রিয়াল মাদ্রিদ। আগামী রোববার রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে ঘরের মাঠে মৌসুমের প্রথম ম্যাচ খেলবে লস ব্লাঙ্কোসরা। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হওয়া ওই ম্যাচের আগে অনুশীলন করতে গিয়েই চোট পেয়েছেন তিনি।

এছাড়া সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া উয়েফা নেশন্স লিগের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচেও তাকে পাচ্ছেন না গ্যারেথ সাউথগেটের চলে যাওয়ার পর থ্রি লায়ন্সদের দ্বায়িত্ব সামলানো অন্তর্বর্তীকালীন কোচ লি কার্সলি।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team