মঙ্গলবার | ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ছেলের সম্মতিতেই ইতালিতে বিয়ে সারলেন জ্যাকসন-ওয়েস্টউইক

বিনোদন ডেস্ক: হলিউড অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে ইতালিতে বিয়ে কাজ সারলেন অভিনেত্রী অ্যামি জ্যাকসন। সাক্ষী থাকল তার ৫ বছরের শিশুপুত্র। ছেলের ইচ্ছেতেই বিয়ে জানান অভিনেত্রী। ইতালি অ্যামির ‘ড্রিম ল্যান্ড’। বউয়ের ইচ্ছে মেনেই সেখানেই বিয়েটা সারলেন এড।

জন্মসূত্রে ব্রিটিশ, তবে বলিউড ও দক্ষিণী ছবির পরিচিত মুখ অ্যামি, একটা সময় ‘এক দিওয়ানা থা’ কো-স্টার প্রতীক বব্বরের সঙ্গে চুটিয়ে প্রেমও করেছিলেন। তবে সম্পর্ক গড়ায়নি বেশিদূর।

বারবার প্রেম ভাঙলেও, এড ওয়েস্টউইকের অ্যামির প্রেমের গল্প পূর্ণতা পেল অবশেষে। ইতালিতে কাছের মানুষদের উপস্থিতিতে বিয়ের পর্ব সেরেছেন দুজনে।

বৃহস্পতিবারই প্রাইভেট জেটে এড, ছেলে ও পরিবারের সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে অ্যামি লিখেন, ‘চলো ইতালিতে বিয়েটা সেরে ফেলি প্রিয়’। ইতালির আমালফি কোস্টে ক্যাথলিক রীতি মেনে বিয়ে সম্পন্ন হয়।

বিয়েতে সাদা গাউনে সেজেছেন অ্যামি। হালকা মেকআপ আর ডায়মন্ডের কানের ছাড়া সেভাবে কোনও গয়নায় নিজেকে সাজাননি অভিনেত্রী। মাথায় ছিল সাদা রঙের ব্যান্ড। বিয়ের পর বরকে আগলে চুমু খেতে দেখা গেল ‘সিং ইজ ব্লিং’ অভিনেত্রী। অপর একটি ছবিতে বউয়ের নিতম্ব চেপে ধরে লিপ লক করতে দেখা গিয়েছে এডকে।

অ্যামির বিয়ের অংশ হন তার ৫ বছরের পুত্র আন্দ্রেয়াসও। অ্যামি ও তাঁর প্রাক্তন প্রেমিক জর্জ পানায়িওটোর পুত্র আন্দ্রেয়াস। ২০১৯ সালে বিয়ে না করেই মা হয়েছিলেন অ্যামি, ২০২১ সালে সম্পর্কে ইতি টানেন দুজনে। হিন্দুস্থান টাইমস

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team