স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের বড় সংগ্রহের জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করেছে ৫ উইকেটে ৩১৬ রানে। আজ চতুর্থদিনে আবারো ব্যাটিংয়ে নেমেছেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। স্বাগতিক পাকিস্তানের চেয়ে এখনো পিছিয়ে ১৩২ রানে। এদিন বাংলাদেশের লক্ষ্য পাকিস্তানের স্কোর পেরিয়ে লিড নেওয়া।
বাংলাদেশের ইনিংসে এখন পর্যন্ত কেউ সেঞ্চুরি করতে না পারলেও ফিফটি পেয়েছেন চার ব্যাটার। সাদমান ইসলামের পর ব্যক্তিগত পঞ্চাশ ছুঁয়েছেন মুমিনুল, মুশফিক এবং লিটন।
৬ উইকেটে ৪৪৮ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণার পর ১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ আজ প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কা জেগেছিল। সেখান থেকে মুমিনুলের ৫০, সাদমানের ৯৩ ও মুশফিক-লিটনের অপরাজিত হাফসেঞ্চুরিতে ভালোভাবেই ম্যাচে টিকে আছে বাংলাদেশ।
এনএইচ