নিজস্ব প্রতিবেদক: সড়ক দুর্ঘটনায় তিন শ্রমিক আহতের প্রতিবাদ ও ১১ দফা দাবিতে মানববন্ধন ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন জিরানি এলাকায় অবস্থিত দ্যাটস ইট নীটস লিমিটেডের (হামীম গ্রুপ) শ্রমিকরা।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে এ কর্মসূচি পালন করেন তারা।
জানা যায়, সড়ক দুর্ঘটনায় আহত হওয়াকে কেন্দ্র করে ফ্যাক্টরির ম্যানেজমেন্টসহ বিভিন্ন স্টাফদের পদত্যাগ, ফ্যাক্টরির সামনে ফুটওভার ব্রিজ নির্মাণ, আহতদের ক্ষতিপূরণ প্রদান, সব সেকশনে অন্তত ৭০% পুরুষ নিয়োগসহ ১১ দফা দাবি উপস্থাপন করে ফ্যাক্টরির সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে ব্যানার হাতে মানববন্ধন কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এতে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে শিল্প পুলিশ উপস্থিত রয়েছে।
প্রসঙ্গত, বুধবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ফ্যাক্টরিতে প্রবেশ করার সময় বাসের ধাক্কায় দ্যাটস ইট নীটস লিমিটেডের (হামীম গ্রুপ) তিন শ্রমিক আহত হন। পরে তাদের চিকিৎসার জন্য শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে পাঠানো হয়েছে। ওই সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকরা জিরানী বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উভয় লেন অবরোধ করেন।এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।