ডেস্ক রিপোর্ট: রাজধানীর যাত্রাবাড়ী মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার নাম মো. হাসান (৩০)। তিনি যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতেন।
শুক্রবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ১৮ দিন পর হাসানের মৃত্যু হয়।
মৃতের বাবা কবির বলেন, আমার ছেলে যাত্রাবাড়ীর একটি আড়তে কাজ করতো। গত ৫ আগস্ট যাত্রাবাড়ী মোড় এলাকায় সে গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসানদের গ্রামের বাড়ি ভোলা জেলার লালমোহন থানা এলাকায়। সবশেষ যাত্রাবাড়ী এলাকায় পরিবার নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন তারা।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
এনএইচ