শনিবার | ১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

হুন্ডির ৪ লাখ টাকাসহ যুবক গ্রেপ্তার

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
সেলিম হোসেন দামুড়হুদা উপজেলার দর্শনার ডব্লিউ হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আজ সন্ধ্যা সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা–৬ ব্যাটালিয়নের দর্শনা বিওপির হাবিলদার আমিনুরের নেতৃত্বে একটি টহলদল দর্শনা পুরোনো বাজার মোড় অভিযান চালিয়ে সেলিম হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে নগদ চার লাখ ২৪ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।
এ ছাড়া তার কাছে থেকে একটি স্যামসাং গ্যালাক্সি জে-৪ ও একটি নোকিয়া বাটন ফোন জব্দ করে বিজিবি। পরে তাকে দর্শনা থানা–পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ তিতুমীর বলেন, ‘চুয়াডাঙ্গা-৬ বিজিবির দর্শনা বিওপির সদস্যরা হুন্ডির টাকাসহ একজনকে দর্শনা থানায় হস্তান্তর করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM