স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে পাকিস্তানের ৪৪৮ রানের বড় সংগ্রহের জবাবে বাংলাদেশ তৃতীয় দিনের খেলা শেষ করেছিলো ৫ উইকেটে ৩১৬ রানে। আজ চতুর্থদিনে আবারো ব্যাটিংয়ে নামেন দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। লিটন ৪ রান যোগ করে ৫৬ রানে সাজঘরে ফিরলেও অভিজ্ঞ মুশফিক নিজের ১১তম টেস্ট সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। এর ফলে বাংলাদেশের লিড নেওয়ার সম্ভাবনাও বেড়েছে। মুশফিককে যোগ্য সঙ্গ দিচ্ছেন মেহেদী মিরাজ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ১১৭ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৮৯ রানে ব্যাট করছে বাংলাদেশ। মুশফিক ১০১ রানে এবং মিরাজ ১৭ রানে অপরাজিত আছেন। পাকিস্তানের রান টপকাতে আর প্রয়োজন ৬০ রান।
বাংলাদেশের ইনিংসে এখন পর্যন্ত মুশফিকের সেঞ্চুরির পাশাপাশি ফিফটি পেয়েছেন তিন ব্যাটার। তারা হলেন সাদমান ইসলাম ৯৩, লিটন দাস ৫৬ এবং মুমিনুল হক ৫০ রান।
৬ উইকেটে ৪৪৮ রানে পাকিস্তানের ইনিংস ঘোষণার পর ১২ ওভারে ২৭ রানে দ্বিতীয় দিন শেষ করা বাংলাদেশ তৃতীয় দিনের প্রথম সেশনে জাকির হাসান ও নাজমুল হোসেন শান্তকে হারিয়ে ফলোঅনে পড়ার শঙ্কা জেগেছিল। সেখান থেকে ব্যাটারদের ধৈর্য্যশীল ইনিংসে ভালো অবস্থানে আছে বাংলাদেশ।
এনএইচ