বিনোদন ডেস্ক: আরজি করকাণ্ডে কয়েকদিন আগেই পশ্চিমবঙ্গসহ উত্তাল গোটা ভারত। সাধারণ মানুষ থেকে শুরু করে সরব হয়েছেন টালিউড, বলিউড তারকারাও। সেই রেশ না কাটতেই এবার হেনস্থার শিকার হয়েছেন অভিনেত্রী পায়েল মুখোপাধ্যায়।
এক বাইক আরোহী কলকাতার জনবহুল রাস্তায় ঘুষি মেরে অভিনেত্রীর গাড়ির কাচ ভেঙে ফেলেন। ঘটনার বিষয়টি অভিনেত্রী নিজেই জানিয়েছেন। হিন্দুস্থান টাইমস
পায়েল মুখোপাধ্যায় লাইভে জানান, তিনি যখন তার গাড়িতে সাদার্ন অ্যাভিনিউ দিয়ে যাচ্ছিলেন তখনই তার গাড়ির সঙ্গে একটি বাইকের সামান্য ধাক্কা লাগে। অভিনেত্রীর অভিযোগ, দোষ বাইক চালকের ছিল। তবুও সেই ব্যক্তি নেমে এসে তাকে গাড়ি থেকে বেরিয়ে আসতে বলেন। তিনি নিজের নিরাপত্তার কথা ভেবে বেরোতে না চাইলে ঘুষি মেরে তার গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ করেন। একই সঙ্গে প্রশ্ন তোলেন এই শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে।
অভিনেত্রীর লাইভের একটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় দক্ষিণ কলকাতার ডিসিপির তরফে। এক্স (টুইটারে) তিনি ছবি পোস্ট করে কেসের আপডেট দেন। জানান অভিযুক্তকে ওই জায়গা থেকেই গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে কলকাতা দক্ষিণের ডিসিপির প্রোফাইল লেখা হয়, ‘আজ বিকেলে জনপ্রিয় বাংলা অভিনেত্রী লাইভে এসে হুলিগানিজমের অভিযোগ করেন। সোশ্যাল মিডিয়ায় এসে জানান তার সঙ্গে সাদার্ন অ্যাভিনিউতে ঘটা ঘটনার কথা। তারপরই টালিগঞ্জ থানার অন ডিউটি অফিসার ওই জায়গায় পৌছান এবং অভিযুক্তকে গ্রেপ্তার করেন।’
এনএইচ