স্পোর্টস ডেস্ক: পার্থ টেস্টের প্রথম দিনে যথারীতি চললো পেসারদের দাপট। এদিন সব মিলিয়ে ৭৬.৪ ওভার খেলা হয়। ভারত ও অস্ট্রেলিয়ার মোট রান হয় সব মিলিয়ে ২১৭। কিন্তু উইকেটের পতন ঘটে ১৭টি। সবগুলো উইকেটই নিয়েছেন পেসাররা।
ভারত টস জিতে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ১৫০ রানে অলআউট হয়। জবাবে ২৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ৬৭ রান তুলে প্রথম দিন শেষ করে অস্ট্রেলিয়া। ভারতের চেয়ে তারা পিছিয়ে আছে ৮৩ রানে।