শনিবার | ১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

মাগুরার আলোচিত সেই স্বর্ণালি জোয়ার্দার গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মাগুরা: মাগুরার শ্রীপুরে দুই বছর আগে হামলার অভিযোগে করা মামলায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দারকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

শ্রীপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দারসহ তিন আসামির নাম উল্লেখ করে শুক্রবার ভোরে মামলাটি করেন সারঙ্গদিয়া গ্রামের বাসিন্দা মো. আবু সাঈদ। মামলার এজাহারে বাদী নিজেকে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য বলে উল্লেখ করেছেন।

বাদীর অভিযোগ, বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ২০২২ সালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বর্ণালি জোয়ার্দার তাঁর কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন এবং আওয়ামী লীগে যোগ দিতে চাপ দেন। চাঁদা না দেওয়ায় ২০২২ সালের ১২ মে সকালে সারঙ্গদিয়া গ্রামে ডেইরি ফার্মের সামনে আসামিরা বাদী মো. আবু সাঈদের ওপর হামলা করেন। আসামিদের ধারালো অস্ত্রের আঘাতে বাদী গুরুতর আহত হন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। আসামিরা ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় তখন মামলা করতে পারেননি বলে দাবি মামলার বাদীর।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগে করা মামলায় শুক্রবার সকালে ওই নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM