বৃহস্পতিবার | ১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২

আওয়ামী লীগের নেতাকর্মীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়ার নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে থেকে এখন কর্যত নিষ্ক্রিয় রয়েছেন। এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার নির্দেশনা দিয়েছে দলটি। শুক্রবার (২২ নভেম্বর) ফেসবুকে আওয়ামী লীগের ভেরিফায়েড পাতায় দেওয়া পোস্টে এমন নির্দেশনা দেওয়া হয়।
সংকটের সময়ে তৃণমূলের নেতাকর্মীরাই ‘আশার আলো’ উল্লেখ করে নির্দেশনায় বলা হয়েছে, এই কঠিন সময়ে দলের প্রতি আপনাদের একাগ্রতা ও ত্যাগ আমাদের সবচেয়ে বড় শক্তি। সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় থাকুন, আমাদের পেজ থেকে প্রকাশিত প্রতিটি বার্তা ছড়িয়ে দিন। দলীয় সংযোগ দৃঢ় করুন এবং সর্বদা খবরের প্রতি সজাগ থাকুন।
কর্মী-সমর্থকদের উদ্দেশে আওয়ামী লীগ বলেছে, যারা সাহসিকতার সঙ্গে রুখে দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা। দেশের জন্য আপনাদের ত্যাগ কখনোই বৃথা যাবে না। ঐক্য, সাহস ও লড়াই আমাদের পথ দেখাবে। প্রস্তুত থাকুন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM