ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের কোতোয়ালি থানায় হামলা, লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলায় আসামি অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জন।
পুলিশ জানায়, কোতোয়ালি থানায় গত ৫ আগস্ট মিছিল নিয়ে কয়েক হাজার মানুষের হামলা, অস্ত্র লুট, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় দুষ্কৃতকারীরা থানায় হামলা, লুটপাট এবং অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষতিসাধন করেছে বলে উল্লেখ করা হয়েছে। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৩০-৪০ হাজার জনকে।
কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রিপন কুমার দাশ শুক্রবার (২৩ আগস্ট) বিকেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
হামলার সময় থানার আসবাবপত্র লুটপাট, যানবাহন ভাঙচুর, থানায় অগ্নিসংযোগ, বিপুল অস্ত্র ও গোলাবারুদ লুট করা হয়। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ৮ কোটি ৩০ লাখ টাকার।
কোতোয়ালি থানার ওসি এস এম ওবায়েদুল হক জানান, হামলাকারীদের বিরুদ্ধে ১৮৬০ সনের পেনাল কোড আইনের বিবিধ ধারায়, বিস্ফোরক আইনের ১৯০৮ এর ৩/৬ ধারা ও বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ সনের ১৫(৩)/২৫-ডি ধারায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।