শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

নেপালে বাস দুর্ঘটনায় ৪১ ভারতীয় পর্যটক নিহত

আন্তর্জাতিক ডেস্ক : গিরীশ মহাজনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শুক্রবার নেপালের তানাহুন জেলায় ভারতীয় পর্যটকবাহী একটি বাস রাজধানী কাঠমান্ডু থেকে পোখরার উদ্দেশে যাচ্ছিল। এ সময় বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মারসিয়াংদি নদীতে পড়ে যায়।
গিরীশ মহাজন সংবাদ সম্মেলনে বলেন, নদী থেকে এখন পর্যন্ত ৪১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আর ১২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার সময় বাসটিতে মোট কতজন যাত্রী ছিলেন তা এখনও স্পষ্ট জানা যায়নি।
যাত্রীদের সবাই ভারতীয় নাগরিক এবং অধিকাংশই মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা ছিলেন বলে জানা গেছে।
নেপালের সশস্ত্রবাহিনীর তত্ত্বাবধানে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে উদ্ধার হওয়া মরদেহগুলো দেশে ফিরিয়ে আনতে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ উড়োজাহাজ শিগগিরই নেপালে রওনা দেবে বলে জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিণ্ড।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM