বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

নতুন মামলায় গ্রেপ্তার আমু-ইনুসহ ৫ জন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পৃথক চার থানার নতুন মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ পাঁচজনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৫ নভেম্বর) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন—পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সচিব জাহাঙ্গীর আলম এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান।

সোমবার ওই পাঁচজনকে কারাগার থেকে আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তারা তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদেরকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন আমির হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনু ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে এবং তেজগাঁও থানাধীন কারওয়ান বাজার এলাকায় রমিজ উদ্দিন রুপ হত্যা মামলায় আমির হোসেন আমু, জাহাঙ্গীর আলম ও জিয়াউল আহসান গ্রেপ্তার দেখানো হয়েছে।

মোহাম্মদপুর থানাধীন এলাকায় মো. আল শাহরিয়ার হোসেন হত্যা মামলায় হাসানুল হক ইনুকে, মিরপুরে শিশু মিজানুর রহমান হত্যা মামলা ও আজাদ হোসেন হত্যাচেষ্টা মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM