শুক্রবার | ১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২

লিথুয়ানিয়ায় কার্গো বিমান বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপের দেশ লিথুয়ানিয়ার ভিলনিয়াস বিমানবন্দরের কাছে ডিএইচএলের একটি কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় রোববার রাত সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন।

বিমানবন্দর, পুলিশ ও দমকল কর্মীরা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

লিথুয়ানিয়ার সরকারি জাতীয় সংকট ব্যবস্থাপনা কেন্দ্রের একজন মুখপাত্র বলেছেন, জার্মানির লিপজিগ শহর থেকে আসা কার্গো বিমানটি ভিলনিয়াস বিমানবন্দরের কাছে একটি ভবনের ওপর বিধস্ত হয়। তিনি আরো জানান, বাড়ির সবাই সৌভাগ্যবশত বেছে গেছে।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাস্থলের কাছাকাছি একটি বাড়ি থেকে ১২ জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

ডিএইচএলের পক্ষে স্প্যানিশ কার্গো এয়ারলাইন সুইফটেয়ার পরিচালিত বিমানটি অবতরণ করার চূড়ান্ত সময়ে বিধস্ত হয়।

রয়টার্সের খবরে বলা হয়েছে, লিথুয়ানিয়ার রাজধানীতে বিমানবন্দরের রানওয়ে থেকে মাত্র ১.৩ কিলোমিটার (০.৮ মাইল) উত্তরে একটি ভবনে স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৫টার দিকে অগ্নিনির্বাপকদেরকে ধোঁয়ায় পানি ঢালতে দেখা গেছে। সেখানে ব্যাপক পুলিশ ও অ্যাম্বুলেন্সের উপস্থিতি দেখা গেছে। আশেপাশের বেশ কয়েকটি প্রধান রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে।

স্থানীয় কৃর্তপক্ষ বলছে, কার্গো বিমানটিতে ৪ জন আরোহী ছিলেন। বর্তমানে চতুর্থ ব্যক্তির খোঁজে তল্লাশি চলছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM