নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের স্নাতক চতুর্থ বর্ষের আগামীকাল মঙ্গলবারের পরীক্ষা স্থগিত করেছে ঢাবি কর্তৃপক্ষ।
সোমবার বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহালুল হক চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ অক্টোবর ২০২৪ তারিখের ১৬৪৮/শা-২(ক)/প. নং মেমোর মাধ্যমে প্রকাশিত অধিভুক্ত সরকারি সাত (০৭) কলেজের ২০২৩ সনের ৪র্থ বর্ষ অনার্স পরীক্ষার সময়সূচি হতে আগামী ২৬/১১/২০২৪ তারিখে অনুষ্ঠেয় পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হলো। স্থগিতকৃত পরীক্ষার পরিবর্তিত সময়সূচি শিগগিরই ঘোষণা করা হবে।
এতে আরো উল্লেখ করা হয়, পূর্বঘোষিত সময়সূচির অন্যান্য পরীক্ষা অপরিবর্তিত থাকবে।