শনিবার | ১৭ মে, ২০২৫ | ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২

ডেঙ্গু: ভর্তি রোগী ৮৭ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৯৩৪ জন; তাতে এ বছর ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৭ হাজার ৭২৫ জন।

গত এক দিনে মশাবাহিত এ রোগে ২ জনের মৃত্যু হয়েছে। এ বছর মোট ৪৬১ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৩৩৩ জন, ঢাকা বিভাগে ১৮৮ জন, ময়মনসিংহে ৪১ জন, চট্টগ্রামে ১১৯ জন, খুলনায় ১২৬ জন, রাজশাহী বিভাগে ৪৯ জন, রংপুর বিভাগে ১৬ জন, বরিশাল বিভাগে ৬১ জন এবং সিলেট বিভাগে ১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

যে ২ দুজন মারা গেছেন, তারা ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সোমবার পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮৩ হাজার ৭৩৬ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৫২৮ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১৩৯৩ জন; আর ২১৩৫ ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫২ হাজার ৫২৫ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ২০০ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে। ওই মাসে ১৩৫ জনের মৃত্যু হয়েছিল।

নভেম্বরের ২৫ দিনে ২৪ হাজার ৯০৮ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১৪৬ জনের। এ বছর এক মাসে এটাই সর্বোচ্চ মৃত্যু।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM