শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

আমাদেরকে আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির ন্যায্য হিস্যা দিতে হবে: আমির খসরু

নিজস্ব প্রতিনিধি: শনিবার (২৪ আগস্ট) দুপুর ১২ টার দিকে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে আশ্রয় নেয়া ভূক্তভোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, আইন অনুযায়ী পানির হিস্যা আমাদের পাওয়া। আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা আমাদেরকে দিতে হবে।

যদি জনগণ বিএনপির পক্ষে রায় দেয় তাহলে বিএনপি তাদের পক্ষ থেকে বিষয়টি নিস্পত্তি করার চেষ্টা করবে জানিয়ে খসরু বলেন, আশা করি আমরা নিস্পত্তি করতে পারবো। এটি যুগ যুগ ধরে দেশের মানুষের প্রত্যাশা। আমাদের পরস্পরের প্রতি স্বার্থ ও সম্মান রেখে এগুলো সমাধান করতে হবে। একচেটিয়া কোন সমস্যা সমাধান হয় না।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহবায়ক হাছিবুর রহমান, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, সদর উপজেলা বিএনপির আহবায়ক মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ ও লক্ষ্মীপুর পৌর বিএনপির আহবায়ক মাহবুবুর রহমান লিটন।
এসময় তিনি ভূক্তভোগী নারী-পুরুষের সঙ্গে কথা বলেন। একই সঙ্গে বিএনপির উদ্যোগে নারীদের মাঝে শাড়ি ও ভূক্তভোগী পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিএনপি নেতা ও সাবেক মন্ত্রী আমির খসরু আরও বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুরসহ বন্যা কবলিত এলাকায় বিএনপির স্বেচ্ছাসেবীরা নিয়োজিত আছে। এটি অব্যাহত থাকবে। বন্যার্তদের খাওয়া-ধাওয়া, জামা-কাপড় ও দেখাশোনা থেকে শুরু করে পুনর্বাসনের জন্য আমাদের ক্ষুদ্র ক্ষমতায় আমরা পরিপূর্ণভাবে তা করছি। যতক্ষণ বন্যার্তদের পুনর্বাসন সম্পন্ন না হবে বিএনপির উদ্যোগ অব্যাহত থাকবে। এআরএস

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM