সোমবার | ১৯ মে, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

জোড়া গোলে নতুন মাইলফলকে রোনালদো

স্পোর্টস ডেস্ক: বয়স চল্লিশের কাছাকাছি এলেও ক্রিস্টিয়ানো রোনালদো প্রতি ম্যাচেই যেন নতুন করে শুরু করেন। একের পর এক ম্যাচে গোল করেই যাচ্ছেন পর্তুগিজ তারকা। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগে জোড়া গোলে আল গারাফার বিপক্ষে দলকে এনে দিয়েছেন ৩-১ গোলের জয়। সেই সঙ্গে নাম লিখিয়েছেন নতুন মাইলফলকে।

আল গারাফার বিপক্ষে জোড়া গোলে রোনালদোর গোলসংখ্যা এখন ৪৫০। ৩০ বছর হওয়ার পর এ নিয়ে ৪৫০তম গোলের মাইলফলকে পা রাখলেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী। সব মিলিয়ে ৩০ পেরোনোর পর গোল ও অ্যাসিস্ট মিলিয়ে রোনালদোর অবদান এখন ৫৫০ গোলে।

সোমবার (২৫ নভেম্বর) ম্যাচের প্রথম ও দ্বিতীয়ার্ধ মিলিয়ে গোল দুটি করেন রোনালদো। ৪৬ ও ৬৪ মিনিটে দুটি গোল আদায় করে নেন পর্তুগিজ তারকা। অন্য গোলটি করেন ব্রাজিলীয় ফরোয়ার্ড অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল। প্রতিপক্ষ হয়ে একমাত্র গোলটি করেন জোসেলু।

এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে আছে সৌদি প্রো লিগের আরেক ক্লাব আল আহলি। সমান ম্যাচে রোনালদোর দলের পয়েন্ট ১৩। এক ম্যাচ কম খেলে ১২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল হিলাল।

ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানাতে রোনালদো বলেছেন, “আমার প্রথম এবং শেষ লক্ষ্য হচ্ছে দলের জয়। দলগতভাবে পারফর্ম করলে গোল আসবে এবং সবসময় গোল করা ও জেতাতে মনোযোগ দেই। যদি দল জেতে, আমি খুশি। এই জয় সমর্থক, ক্লাব ও ভক্তদের উৎসর্গ করলাম।”

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM