শুক্রবার | ১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২

রাতের আঁধারে ‘প্রথম আলো’র বগুড়া অফিসে দুর্বৃত্তের ঢিল

বগুড়া প্রতিনিধি: ‘প্রথম আলো’র বগুড়া অফিসে দুর্বৃত্তরা ঢিল ছুড়েছে। এতে প্রতিষ্ঠানটির ডিজিটাল সাইনবোর্ড এবং ওয়ালগ্লাস ভেঙে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার রাত পৌনে ১১টায় শহরের জলেশ্বরীতলা এলাকায় এ ঘটনা ঘটে। পুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ৭ থেকে ৮ জনের একদল দুর্বৃত্ত অফিসের নিচে এসে অফিস লক্ষ্য করে একের পর এক ঢিল ছোড়া শুরু করে। এরপর তারা ঘটনাস্থল থেকে চলে যায়। তাদের প্রত্যেকেরই শরীরে শীতের পোশাক এবং মুখে মাস্ক পরা ছিল।

এ প্রসঙ্গে ‘প্রথম আলো’র নিজস্ব প্রতিবেদক আনোয়ার পারভেজ বলেন, ‘‘আমরা গতকাল থেকেই হামলার আশঙ্কায় ছিলাম৷ এ ব্যাপারে পুলিশ সুপার ও ওসিকে অবগত করে নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ করেছিলাম। কিন্তু আজ পুলিশের সহযোগিতা না-পাওয়ায় আমাদের অফিসে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা সচরাচর রাত ১১টা পর্যন্ত অফিসে থাকার চেষ্টা করি। কিন্তু আজ হামলা আশঙ্কায় একটু আগেই রাত পৌণে ৯টার দিকে বাসায় চলে যাই। পরে জলেশ্বরীতলা ব্যবসায়ী মালিক সমিতির এক নেতা ফোন করে জানান আমাদের অফিসে হামলা হয়েছে। হামলাকারীরা মোটরসাইকেল নিয়ে এসেছিল। তারা পাথর নিক্ষেপ করে ডিজিটাল সাইনবোর্ড ও কাচের দেয়াল ভেঙেছে। বিষয়টি ঢাকায় আমাদের প্রধান অফিসে জানানো হয়েছে।’’

বগুড়া সদর ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সিরাজুল হক জানান, পুলিশের একাধিক টিম এ ব্যাপারে কাজ শুরু করেছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হয়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM