শুক্রবার | ১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২

পাওনা পরিশোধের আশ্বাস, ৩৩ ঘণ্টা পর অবরোধ তুললেন শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক: তিন মাসের মধ্যে শ্রমিকদের সব পাওনা পরিশোধ করবে লেনী ফ্যাশন। প্রতিশ্রুতি পেয়ে ৩৩ ঘণ্টা পর অবরোধ তুলে মহাসড়ক ছেড়ে দিয়েছেন শ্রমিকরা।

শ্রমিকদের অবরোধ সরে যাওয়ার পর নবীনগর-চন্দ্রা মহাসড়কে যান চলাচল শুরু হয়।

বুধবার (২৭ নভেম্বর) বিকেল সোয়া চারটার দিকে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) আশ্বাস পেয়ে সড়ক ছেড়েছেন শ্রমিকরা। এর আগে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে বকেয়া বেতন ও টার্মিনেশন বেনেফিটসহ পাওনা পরিশোধের দাবিতে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) সামনে সড়ক অবরোধ করেন শ্রমিকরা।

শ্রমিকরা জানান, ২০২১ সালে কোভিড-১৯ প্রাদুর্ভাবের সময় বকেয়া বেতন ও শ্রম আইন অনুযায়ী ২৬(১) ধারায় পাওনাদি পরিশোধ না করে কারখানা বন্ধ করে দেয় লেনী ফ্যাশন কর্তৃপক্ষ। দেই দিচ্ছি করে প্রায় ৪ বছর ধরে শ্রমিকদের তালবাহানা নিয়ে আসছিল সংশ্লিষ্টরা।

সর্বশেষ আগামী ৩০ নভেম্বর পাওনা পরিশোধের তারিখ নির্ধারণ করা হলেও অনিশ্চয়তার মুখে পড়েন শ্রমিকরা। ৪ বছর ধরে তারিখের পর তারিখ দিলেও শ্রমিকদের পাওনা না দেওয়া ও নতুন তারিখ অনিশ্চিত ধরে নিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা।

বুধবার দুপুরে শ্রমিকদের প্রতিনিধি দল, বেপজা কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ত্রি-পক্ষীয় বৈঠক হয়। বিকেল ৪টার দিকে আগামী তিন মাসের মধ্যে সব পাওনা পরিশোধের সিদ্ধান্ত হয়। এ সিদ্ধান্ত মেনে নিয়ে শ্রমিকরা বিকেল ৪টার পর সড়ক থেকে অবরোধ তুলে নেন।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১’র পুলিশ সুপার সারোয়ার আলম বাংলানিউজকে বলেন, আমরা দীর্ঘ দিন ধরে বিষয়টি সমাধানের জন্য বলে আসছি। আজও আমরা দুই পক্ষের মধ্যে আলোচনার ব্যবস্থা করেছি। আলোচনায় আগামী তিন মাসের মধ্যে পাওনাদি পরিশোধের সিদ্ধান্তে অবরোধ তুলে নিয়েছে শ্রমিকরা।

বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, আলোচনায় শ্রমিকদের কাছ থেকে ৩ মাসের সময় নেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে অকশনের মাধ্যমে কারখানা বিক্রি করে সকল শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে। আগামী ২ ডিসেম্বর থেকে শ্রমিকদের তাদের কাগজপত্র জমা দিতে বলা হয়েছে। কারণ, এই কাগজপত্র যাচাই-বাছাই করাটাও সময় সাপেক্ষ ব্যাপার। কারখানা বিক্রি হলেই শ্রমিকদের পাওনাদি পরিশোধ করে দেওয়া হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM