বৃহস্পতিবার | ১৫ মে, ২০২৫ | ১ জ্যৈষ্ঠ, ১৪৩২

বাংলাদেশ ইস্যুতে প্রথমবার মুখ খুললেন মমতা, যা লিখেছেন প্রিয়াঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে প্রথমবারের মতো মুখ খুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী। এছাড়া এক্স (সাবেক টুইটার) হ্যাণ্ডেলে নিজের প্রতিক্রিয়া লিখেছেন আরেক কংগ্রেস নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী।

বৃহস্পতিবার বিধানসভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা ব্যানার্জী বলেছেন, কোনো ধর্মের ওপরেই আঘাত আসুক আমি চাই না। এখানে ইসকনের যিনি আছেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। এটা যেহেতু অন্য একটি দেশের বিষয়, তাই কেন্দ্রীয় সরকারকেই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এই ইস্যুতে আমরা কেন্দ্রীয় সরকারের পাশেই আছি।

এর আগে, কংগ্রেসের সংসদ সদস্য সৌগত রায় বলেছিলেন, খুবই দুঃখজনক ঘটনা, চিন্তার বিষয়। হিন্দুদের ওপরে এই অত্যাচার হওয়া উচিত নয়। আমি এধরণের ঘটনার আমি নিন্দা জানাই।

এদিকে সম্প্রতি কংগ্রেসের আরেক নেত্রী ও সদ্য নির্বাচিত সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজের এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার ও সংখ্যালঘু হিন্দুদের ওপরে ক্রমাগত ঘটে চলা সহিংসতার সংবাদ অত্যন্ত চিন্তাজনক।

তিনি আরো লিখেছেন, আমি কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করব যেন এ বিষয়ে হস্তক্ষেপ করা হয় এবং সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের কাছে জোরালো ভাবে তুলে ধরা হয়।

সূত্র: বিবিসি বাংলা

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM