শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

যাত্রাবাড়ীতে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালক নিহত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা অফিস: রাজধানীর মাতুয়াইলে ট্রাকের ধাক্কায় ফিরোজ মিয়া (৫৪) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার দুই যাত্রী। গতকাল শুক্রবার দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য ফিরোজের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুজ্জামান এই তথ্যের সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, শুক্রবার দিবাগত রাত একটার দিকে দুজন যাত্রী নিয়ে ফিরোজ মিয়া মাতুয়াইলে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাত একটি ট্রাকের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে ফিরোজ মিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ওই অটোরিকশার দুই যাত্রীও আহত হয়েছেন।

নিহত ফিরোজের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জে। তাঁর বাবার নাম কাসেম মিয়া। তিনি পরিবার নিয়ে মাতুয়াইল এলাকায় বসবাস করতেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team