নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির সদর উপজেলার মানিকছড়ি মুন্সি আব্দুর রউফ চত্ত্বর এলাকায় পূর্ণার্থীবাহী বাস উল্টে অন্তত ২০ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শুক্রবার সকালে রাঙ্গুনিয়া থেকে রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দিতে আসার পথে এ দুর্ঘটনা ঘটে।
বাসে থাকা যাত্রীরা জানায়, ৪০ জনের একটি বাসে করে সকালে রাঙ্গুনিয়া থেকে রাঙামাটি রাজবনবিহারে ধর্মীয় অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য আসছিলাম। এমন সময় মানিকছড়ি নামক স্থানে বাসটি নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে যায়। এসময় অনেকে আহত হয়েছেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাদিয়া চৌধুরী বলেন, আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরতর আহত তিনজনকে চট্টগ্রাম রেফার করা হয়েছে।