শুক্রবার | ১৬ মে, ২০২৫ | ২ জ্যৈষ্ঠ, ১৪৩২

রাজস্থলীতে পর্যটকবাহী বাসের ধাক্কায় অটোরিকশার ১ যাত্রী নিহত, আহত ৪

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলী উপজেলায় পর্যটকবাহী বাসের ধাক্কায় পাই মে মারমা (৪০) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অটোরিকশায় থাকা আরো ৪ যাত্রী। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (২৯ নভেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া ডাকবাংলো এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পাই মে মারমা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, বান্দরবান থেকে ছেড়ে আসা সিএনজি অটোরিকশাটি বান্দরবানগামী পর্যটকবাহী বাসের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই পাই মে মারমা নিহত হয়। এই ঘটনায় অটোরিকশাচালকসহ ৪ জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় পর্যটকবাহী বাসের চালক ও হেলপারকে আটক এবং গাড়িটি জব্দ করেছে পুলিশ।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। বাসটিসহ চালক ও হেলপারকে আটক করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM