বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যা জানালেন তার আইনজীবী

নিজস্ব প্রতিবেদক: ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনায় দায়ের করা মামলায় আপিলে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সব আসামি।

রবিবার (১ ডিসেম্বর ) বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে দেশেরে বাইরে অবস্থান করছেন তারেক রহমান। গ্রেনেড হামলা মামলায় খালাস পাওয়ার পর তারেক রহমান দেশে আসতে পারবেন কিনা জনাতে চাওয়া হয় তার আইনজীবী শিশির মনিরের কাছে।

তিনি বলেন, ‘‘গ্রেনেড হামলা মামলায় তারেক রহমানকে খালাস দেওয়া হয়েছে। এর বাইরেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ১০ ট্রাক অস্ত্র মামলার শুনানি শেষ পর্যায়ে। আশা করব, ওই মামলায় তিনি খালাস পাবেন।’’

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM