শনিবার | ১০ মে, ২০২৫ | ২৭ বৈশাখ, ১৪৩২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য ‘বিজয় র‌্যালি’

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্যাম্পাসে বর্ণাঢ্য ‘বিজয় র‌্যালি’ বের করা হয়েছে। রোববার (১ ডিসেম্বর) সকালে অপরাজেয় বাংলার সামনে থেকে শুরু হয়ে ঢাবির টিএসসির শিখা চিরন্তন চত্বরে এসে এই র‌্যালি শেষ হয়।

র‌্যালিতে ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, সিনেট ও সিন্ডিকেট সদস্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, প্রক্টর, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন হলের আবাসিক শিক্ষক-শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

টিএসসিতে বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী শহীদদের অমর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে এ বছরের বিজয় দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

মানুষের অধিকার আদায়ে বিভিন্ন গণজাগরণে নেতৃত্বদানকারীসহ জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের অবদান স্মরণ করে তিনি বলেন, দেশের ছাত্র-জনতা অনেক রক্ত দিয়ে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ এনে দিয়েছে। এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দায় ও দায়িত্ব অনেক বেড়ে গেছে। এখান থেকে আমাদের পেছনে ফেরার কোনো সুযোগ নেই। বিজয়ের এই ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।

সব বাধাবিঘ্ন ও ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার জন্য উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের প্রতি আহ্বান জানান।

স্মৃতি চিরন্তন চত্বরে ঢাবি সংগীত বিভাগের তত্ত্বাবধানে জাতীয় সংগীত ও দেশাত্ববোধক গান (মুক্তির গান ও বিজয়ের গান) পরিবেশনের মধ্য দিয়ে বিজয় র‍্যালির কর্মসূচি শেষ হয়।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM