স্পোর্টস ডেস্ক: যুব এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে সেমিফাইনালে নাম লিখিয়েছে বাংলাদেশ। আজ রোববার (০১ ডিসেম্বর, ২০২৪) বিকেলে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেপাল অনূর্ধ্ব-১৯ দল আগে ব্যাট করতে নেমে ৪৫.৪ ওভারে ১৪১ রানে অলআউট হয়। জবাবে ২৮.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৪২ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ। নিশ্চিত করে সেনমিফাইনাল।
এই জয়ে ২ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশ আছে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলেরৈ দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দল আছে শীর্ষে। দুটি করে ম্যাচ খেলে এখনও কোনো পয়েন্ট অর্জন করতে পারেনি আফগানিস্তান ও নেপাল দল।
শেষ ম্যাচে মঙ্গলবার গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের যুবারা।