মঙ্গলবার | ৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২

বিসিএসের মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমছে

নিজস্ব প্রতিবেদক: বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ও আবেদন ফি কমানোর জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করার প্রস্তাব করা হয়েছে। এটি অনুমোদন পেলে তা ৪৪তম বিসিএস পরীক্ষা থেকে কার্যকর হবে।

বিসিএস পরীক্ষার আবেদন ফি ৭০০ থেকে কমিয়ে ৩৫০ টাকা করার প্রস্তাব দিয়েছে পিএসসি। ৪৭তম বিসিএস থেকে তা কার্যকর হওয়ার কথা রয়েছে।

সোমবার সরকারি কর্ম কমিশন সূত্রে এসব তথ্য জানা গেছে।

পিএসসির কর্মকর্তারা বলছেন, পিএসসি ও তার কার্যক্রম সংস্কারের অংশ হিসেবে বিভিন্ন উদ্যোগ নেয়া হয়েছে। সার্বিক দিক বিবেচনায় মৌখিক পরীক্ষার নম্বর কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। আবেদন ফি কমানোরও উদ্যোগ নেয়া হয়েছে। সে ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের জন্য ৩৫০ টাকা ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়া গেলে এসব বিষয় বিজ্ঞপ্তি আকারে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে পিএসসি।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM