মঙ্গলবার | ৬ মে, ২০২৫ | ২৩ বৈশাখ, ১৪৩২

ফ্রান্সের বিমানবন্দর থেকে টেলিগ্রামের সিইও গ্রেপ্তার

আর্ন্তজাতিক ডেস্ক: টেলিগ্রামের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পাভেল দুরভ প্যারিসের উত্তরের একটি এয়ারপোর্টে ফরাসি পুলিশ গ্রেপ্তার করেছে।

তার ব্যক্তিগত জেট বিমানটি লে বোর্গেট বিমানবন্দরে অবতরণ করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে বলে জানায় ফরাসি গণমাধ্যমগুলো।

কর্মকর্তারা জানান, ৩৯ বছর বয়সী দুরভকে বার্তা আদান-প্রদানের জনপ্রিয় অ্যাপ টেলিগ্রাম সম্পর্কিত অপরাধের পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে।

ফ্রান্সে থাকা রুশ দূতাবাস পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট হতে তাৎক্ষণিক পদক্ষেপ নিচ্ছে বলে জানায়, রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস।

ফরাসি টিভি চ্যানেল টিএফ১ এর তাদের ওয়েবসাইটে জানায়, দুরভ তার ব্যক্তিগত জেট বিমানে ভ্রমণ করছিলেন।

টেলিগ্রাম রাশিয়া, ইউক্রেন ও সাবেক সোভিয়েত রাষ্ট্রগুলোতে বেশ জনপ্রিয়। দুরভ ব্যবহারকারীদের উপাত দিতে অস্বীকৃতি জানানোয় ২০১৮ সালে রাশিয়ায় অ্যাপটি নিষিদ্ধ হয়। পরে ২০২১ সালে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।

ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টিকটক ও উইচ্যাটের পর টেলিগ্রাম অন্যতম প্রধান সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে স্থান পেয়েছে।

২০১৩ সালে টেলিগ্রাম প্রতিষ্ঠা করেন দুরভ। পরে ২০১৪ সালে তিনি রাশিয়া ছাড়েন।

আইএফ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM