স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকিতে থাইল্যান্ডের বিপক্ষে ৭-২ গোলের জয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। আগামী বছর হতে চলা জুনিয়র হকির বিশ্বকাপে প্রথমবার খেলবে লাল-সবুজের দল।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) ওমানের রাজধানী মাসকাটে টার্ফের লড়াইয়ে বাংলাদেশের যুবারা দেখায় আধিপত্য। ম্যাচটা অন্য সব লড়াইয়ের মতো নয়, ছিল স্বপ্ন পূরণের। হকিস্টিক হাতে যেন সেই আকাঙ্ক্ষার চমৎকার বাস্তবায়ন করে দলটি দেখাল।
আগামী বছরের ডিসেম্বরে ভারতে বসবে জুনিয়র হকির বিশ্বকাপের ১৪তম আসর। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে ২৪টি দল অংশগ্রহণ করবে। যুব বিশ্বকাপে এশিয়া থেকে সাত দল অংশগ্রহণ করবে। স্বাগতিক ভারত সরাসরি খেলবে। বাকি ছয় দেশে চলমান জুনিয়র এশিয়া কাপ থেকে খেলার সুযোগ পাবে।
বাংলাদেশ বি-গ্রুপের তৃতীয় হয়ে আজ এ গ্রুপের চতুর্থ দল থাইল্যান্ডের ৫-৯ স্থান নির্ধারণী ম্যাচের জন্য মুখোমুখি হয়েছিল। এ জয়ের ফলে বিশ্বকাপের টিকিট পাওয়ার পাশাপাশি বাংলাদেশের পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচ খেলাটাও নিশ্চিত করেছে।
প্রথম কোয়ার্টারে জুনিয়র টাইগাররা দুই গোলের লিড পায়। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ও থাইল্যান্ড একটি করে গোল করলে স্কোরলাইন দাঁড়ায় ৩-১। তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশ আরো তিন গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায়। চতুর্থ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি নিশানাভেদে সক্ষম হয়। থাইল্যান্ডে চতুর্থ কোয়ার্টারে একটি করে গোল করলেও পরাজয় এড়াতে তা যথেষ্ট ছিল না।
১০ দল নিয়ে জুনিয়র এশিয়া কাপ শুরু হয় গত ২৬ নভেম্বর। ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওমানকে ৩-১ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬-০ গোলে হারলেও তৃতীয় ম্যাচে শক্তিশালী মালয়েশিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র করে। চতুর্থ ম্যাচে ড্র চীনের সঙ্গে ১-১ গোলে। এরপর আজ ধরা দিয়েছে বহুল প্রত্যাশার বিজয়।