বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

নতুন মামলায় গ্রেপ্তার সাবেক চার মন্ত্রীসহ ৯ জন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তিন থানার পৃথক পাঁচ মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, জুনাইদ আহমেদ পলকসহ নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদের আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গ্রেপ্তার দেখানো অপর আসামিরা হলেন—সাবেক সংসদ সদস্য সাদেক খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং কনস্টেবল শোয়াইবুর রহমান।

বুধবার মামলার তদন্ত কর্মকর্তারা ওই নয়জনকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। পরে আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

২০১৫ সালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানায় দায়ের করা হত্যাচেষ্টার মামলায় আনিসুল হক, জুনায় আহমেদ পলক ও সাদেক খানকে; ২০১৫ সালে খালেদা জিয়ার ওপর রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে; বিএনপির কর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে, যুবদলনেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগের নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামানকে এবং রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM