বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: রাজনৈতিক অস্থিরতার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। বুধবার (৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে দেশটির রাষ্ট্রদূত চোই বিয়ং হিউককে নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন ইওল। চোই বিয়ং হিউক একজন সাবেক সেনা জেনারেল।

ইয়োনহাপের তথ্যমতে, গত মঙ্গলবার রাতে সামরিক শাসন জারির পর বিরোধী দলগুলো প্রেসিডেন্ট ইউনকে অভিসংশনের ডাক দেওয়ার পর বুধবার পদত্যাগের ঘোষণা দেন প্রতিরক্ষামন্ত্রী।

প্রতিরক্ষামন্ত্রী কিম প্রেসিডেন্ট ইউনকে সামরিক আইন জারি করার সুপারিশ করেছিলেন। তবে দক্ষিণ কোরিয়ার সংসদে সামরিক আইন জারির বিরুদ্ধে প্রস্তাব পাস হলে সেই সিদ্ধান্ত প্রত্যাহার করতে বাধ্য হোন প্রেসিডেন্ট।

সামরিক আইন আরোপের চেষ্টার কারণে জনরোষ এবং বিরোধী দলগুলোর নিন্দার মুখে দক্ষিণ কোরিয়ার সংসদে বৃহস্পতিবার ভোরে প্রেসিডেন্টকে অভিশংসনের প্রস্তাব তোলা হয়েছে। বিরোধী ডেমোক্রেটিক পার্টি ইউনের সামরিক আইন প্রচেষ্টাকে রাষ্ট্রদ্রোহী কর্ম বলে আখ্যায়িত করেছে। তাদের আইনপ্রণেতারা শুক্রবারের মধ্যে অভিশংসনের ভোট আয়োজন করবে বলে জানিয়েছে দলটি।

তবে ইউনের নিজ দল প্রেসিডেন্টকে অপসারণের প্রচেষ্টার বিরোধিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। এর ফলে অভিশংসন প্রক্রিয়া অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে। বিরোধীদের সংসদে অভিশংসন বিল পাস করার মতো পর্যাপ্ত ভোট নেই এবং তাদের উদ্যোগ সফল করতে শাসক দলের আটজন আইনপ্রণেতার সমর্থন প্রয়োজন হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM