সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশীয় পণ্য, কিনে হও ধন্য’ শিরোনামে একটি সভায় এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান তিনি।

এ সময় রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করবো না।

তিনি আরো বলেন, শেখ হাসিনা গুম-খুন করেছেন ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছেন। ভারত তাকে পছন্দ করে, কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না। স্বাধীনতা চায় এমন অনেক জাতিকে ভারতীয় সরকার পদানত করে রেখেছে। বাংলাদেশকেও একইভাবে দমিয়ে রাখতে চেয়েছিল।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ভারত যা বলবে তাই শুনবে- এমনটা শেখ হাসিনার মত দু-একজন থাকতে পারে। কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে।

সভায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM