বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

ভিয়েতনামে বিস্ফোরণে ১২ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ভিয়েতনামের দক্ষিণাঞ্চলে সামরিক প্রশিক্ষণ চলাকালে দুর্ঘটনাজনিত বিস্ফোরণে ১২ জন সেনা নিহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় মিডিয়ার বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

ভিয়েতনামের রাষ্ট্রীয় বার্তাসংস্থা বলেছে, গত সোমবার রাতে ডং নাই প্রদেশের সপ্তম সামরিক অঞ্চলে সামরিক একটি শুটিং রেঞ্জে বিস্ফোরণ ঘটে। ইতোমধ্যে নিহতদের বেশিরভাগের মৃতদেহ পাওয়া গেছে। এখনো যারা নিখোঁজ রয়েছেন তাদের সন্ধানে তল্লাশি চলছে।

প্রাথমিক তদন্তের বরাত দিয়ে বলা হয়েছে, সেনারা বিস্ফোরক পদার্থ পরিবহণ করার সময় সেখানে বজ্রপাত আঘাত হানে। এর ফলে বিস্ফোরণ ঘটে।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “এটি সামরিক ইউনিট, স্বজন, বন্ধু ও টিমমেটদের জন্য একটি অপূরণীয় ক্ষতি।”

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম নান ড্যানের প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধের মহড়া শুরু উপলক্ষে প্রতিরক্ষামন্ত্রী ফান ভ্যান গিয়াং বক্তৃতা দেওয়ার একদিন পর এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিরক্ষামন্ত্রী ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM