সোমবার | ১৯ মে, ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ, ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিনশেষে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় টাইগাররা। এতে ১১৭ রানের লিড পায় তারা। দিনের শেষ সময়ে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে হোঁচট খায় স্বাগতিক পাকিস্তান। পঞ্চম ও শেষদিনে ৯৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে একেরপর এক উইকেট হারিয়ে ১৪৬ রানে অলআউট হয় শান মাসুদের দল। ফলে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জিততে বাংলাদেশের দরকার মাত্র ৩০ রান। হাতে আছে ১০ উইকেট। এ ম্যাচ জিতলে প্রথমবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।

এর আগে, রোববার টেস্টের পঞ্চম ও শেষদিনে ৯ উইকেট হাতে রেখে বাংলাদেশের থেকে ৯৪ রানে পিছিয়ে থেকে ব্যাটিং শুরু করেছিলো পাকিস্তান। শুরুতে অধিনায়ক শান মাসুদকে (১৪) হারায় দলটি। এরপর দলীয় ৬৬ রানে বাবর আজমকে বোল্ডআউট করেন পেসার নাহিদ রানা। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাকানো সউদ শাকিল এদিন ডাক মারেন। তাকে ফেরান সাকিব আল হাসান। ৬৭ রানে ৪ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে পাকিস্তান।

এ অবস্থায় ওপেনার আব্দুল্লাহ শফিক ক্রিজে নামা অভিজ্ঞ রিজওয়ানকে নিয়ে জুটি গড়ার চেষ্টা করেন। তবে ব্যাক্তিগত ৩৭ রানে সাকিব আল হাসানের বলে ক্যাচ উঠিয়ে দলীয় ১০৪ রানের মাথায় সাজঘরে ফেরেন তিনি। ১১৮ রানের মধ্যে আরো ৩ উইকেট হারায় পাকিস্তান। একপ্রান্তে একাই প্রতিরোধের চেষ্টা করেন রিজওয়ান। নিজের ব্যক্তিগত ফিফটি পুরণ করেন তিনি। দলীয় ১৪২ রানের মাথায় ৫১ রান করে রিজওয়ান সাজঘরে ফিরলে পাকিস্তানের প্রতিরোধ ভেঙে পড়ে। মোহাম্মদ আলীর ০ রানে আউটের পর ১৪৬ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান।

এনএইচ

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM