বুধবার | ১৪ মে, ২০২৫ | ৩১ বৈশাখ, ১৪৩২

কলকাতায় বাংলাদেশি পর্যটকের সংখ্যা তলানিতে ঠেকেছে

পশ্চিমবঙ্গ প্রতিনিধি: চলতি বছরের আগস্ট মাস থেকে ধীরে ধীরে কলকাতায় বাংলাদেশি পর্যটকদের সংখ্যা কমতে শুরু করলেও এখন তা একেবারেই তলানিতে ঠেকেছে। ফলে কলকাতার এক টুকরো মিনি বাংলাদেশ নামে পরিচিত নিউ মার্কেট চত্বরের ব্যবসায়ীদের বাণিজ্যিক কর্মকাণ্ড প্রায় ৭০ শতাংশ কমে গেছে।

বাংলাদেশি পর্যটকের অভাবে ধুঁকছে পুরো নিউমার্কেট চত্বর। বাংলাদেশিদের কলকাতা ভ্রমণ ব্যাপক হারে কমে গেছে। ফলে নিউমার্কেট চত্বরের ব্যবসায় ধস নেমেছে।

কলকাতার নিউ মার্কেটের মার্কুইস স্ট্রিট-ফ্রি স্কুল স্ট্রিট, রফি আহমেদ স্ট্রিট, রয়ড স্ট্রিটসহ প্রায় সব এলাকায় হোটেল, মুদ্রা বিনিময়, খুচরা দোকানের ব্যবসা, ট্রাভেল এজেন্সি, রেলের টিকিট, বিমানের টিকিট বুকিং এজেন্সিগুলোকে বড় ধরনের লোকসান গুনতে হচ্ছে।

অন্য দেশ থেকেও পর্যটকদের আনাগোনা লেগে থাকলেও প্রধানত বাংলাদেশি পর্যটকদের ওপরেই নির্ভর করেন এখানকার ব্যবসায়ীরা।

এসব বিষয়ে নিউমার্কেট চত্বরের ব্যবসায়ী মনোতোষ সরকার বলেন, এখন যে পরিস্থিতি রয়েছে বাংলাদেশি পর্যটকদের অভাবে আমাদের এখানে ব্যবসায় প্রভাব পড়েছে। তিনি আরও বলেন, ভারতে বাংলাদেশি পর্যটক দ্বিতীয় পজিশনে রয়েছে। ওরা এলে আমাদের আরও ভালো।

নিউ মার্কেট চত্বরের হোটেল ব্যবসায়ীরা জানিয়েছেন, মেডিকেল ভিসা যাদের আছে তারাই শুধুমাত্র চিকিৎসার প্রয়োজনে কলকাতায় আসতে বাধ্য হচ্ছেন। আমরা অপেক্ষায় আছি কখন আবার এই পরিস্থিতি স্বাভাবিক হবে এবং আমাদের ব্যবসা উন্নতি হবে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM