শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

বন্যায় ১১ জেলায় ক্ষতিগ্রস্ত প্রায় ৫২ লাখ মানুষ, নিহত ১৮

ডেস্ক রিপোর্ট: বন্যায় ৭ জেলায় ১৮ জন মারা গেছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫২ লাখ ৯ হাজার মানুষ। রোববার (২৫ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।
সচিবালয়ে তিনি বলেন, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ক্ষতিগ্রস্তদের মাঝে বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে সহায়তা অব্যাহত রয়েছে।
বন্যা আক্রান্ত জেলাসগুলোর ডিসিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনা, নৌ ও বিমান বাহিনীসহ অন্যান্য স্বেচ্ছাসেবকদের সাথে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে বলেও জানান তিনি।
দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা জানান, সড়ক এবং আকাশ পথে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। ফেনীতে স্বাস্থ্যসেবা দিতে ফিল্ড হাসপাতাল প্রস্তুত করা হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- Payra Team