সোমবার | ১২ মে, ২০২৫ | ২৯ বৈশাখ, ১৪৩২

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তরে পুলিশের হানা

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ার পুলিশ দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওলের অফিসে অভিযান চালিয়েছে। গত সপ্তাহে সামরিক আইন ঘোষণায় তার ভূমিকার জন্য এ অভিযান চালানো হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে রয়টার্স।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানিয়েছে, ইউনের সামরিক আইন জারির পদক্ষেপ তার প্রশাসনের অন্যান্য সিনিয়র ব্যক্তিদের সমর্থিত কিনা বিষয়টি অনুসন্ধানের জন্য অভিযান চালানো হয়েছে।

সামরিক আইন জারি দক্ষিণ কোরিয়ার আইনে বিদ্রোহের সমতূল্য। এটি এমন একটি অপরাধ যেখানে প্রেসিডেন্টের দায়মুক্তি নেই। এর শাস্তি মৃতুদণ্ড পর্যন্ত হতে পারে।

একটি বিশেষ তদন্ত ইউনিট নিশ্চিত করেছে, তারা প্রেসিডেন্টের কার্যালয় এবং অন্যান্য সংস্থাগুরোতে অভিযান চালিয়েছে। অবশ্য পরে জানা যায়, ইউনের নিরাপত্তা রক্ষীরা কর্মকর্তাদের মূল ভবনে প্রবেশ করতে বাধা দিয়েছিল।

তদন্তকারীরা ‘সরকারি দপ্তরে প্রবেশের সুযোগ পেয়েছিলেন’ উল্লেখ করে পুলিশের একজন মুখপাত্র বলেছেন, “তবে, আমরা বর্তমানে প্রেসিডেন্টের নিরাপত্তারক্ষীদের আরোপিত প্রবেশ বিধিনিষেধের কারণে মূল ভবনে প্রবেশ করতে পারছি না।”

এমন সময় অভিযানের খবর এলো যখন কর্মকর্তারা জানিয়েছেন, ইউনের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী কিম ইয়ং-হিউন সিউলের একটি আটক কেন্দ্রে হেফাজতে থাকার সময় আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে সেখানে রবিবার থেকে আটক অবস্থায় রাখা হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM