শনিবার | ২৪ মে, ২০২৫ | ১০ জ্যৈষ্ঠ, ১৪৩২

টি-টোয়েন্টিতে তামিমের ফিফটির ‘ফিফটি’

স্পোর্স ডেস্ক: দীর্ঘদিন ক্রিকেটের বাইরে ছিলেন তামিম ইকবাল। সাত মাস পর ফিরেছেন এনসিএল টি-টোয়েন্টি দিয়ে। ফেরাটা সুখকর ছিল না। প্রথম ম্যাচে আউট হয়েছেন ১৩ রান করে। তবে দ্বিতীয় ম্যাচেই নিজের জাত চেনালেন এই বাঁহাতি। সিলেটের বিপক্ষে ঝড়ো ফিফটিতে স্পর্শ করেছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে ফিফটির ‘ফিফটি’ অর্থাৎ পঞ্চাশতম অর্ধশতক।

প্রথম ম্যাচে আউটের পর তামিমের ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। একটি করে চার-ছক্কায় ১৩ করলেও ক্রিকেটেপ্রেমীরা সন্তুষ্ট হতে পারেননি। তামিম এবার জবাবটা দিলেন বিধ্বংসী ফিফটি হাঁকিয়ে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সিলেটের একাডেমি মাঠে নামে চট্টগ্রাম ও সিলেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে তামিমের ঝড়ো ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পেয়েছে চট্টগ্রাম। তামিম ফিফটি করেছেন ২৭ বলে। শেষমেশ তার ৩৩ বলে ৬৫ রানের ইনিংসে ভর করে ১৫ ওভারে নেমে আসা ম্যাচে ১৪৫ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।

ম্যাচে তামিম ইকবাল আর মাহমুদুলের ওপেনিং জুটিতেই আসে ৮০ রান। মাহমুদুল ১৭ বলে ২৯ করে আউট হলেও থামেননি তামিম। ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ২৭ বলে তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের পঞ্চাশতম ফিফটি। তোফায়েল আহমেদের বলে আউট হওয়ার আগে হাঁকিয়েছেন ৮টি চার ও ৩টি ছক্কা। স্ট্রাইকরেট ছিল ১৯৬.৯৭।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM