শুক্রবার | ৯ মে, ২০২৫ | ২৬ বৈশাখ, ১৪৩২

সাবেক ৫ এমপি-পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে বিগত সরকারের পাঁচ সংসদ সদস্য ও তার পরিবারের সদস্যদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের নতুন কমিশন এই নিষেধাজ্ঞার অনুমোদন দিয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

যাদের বিরুদ্ধে বিদেশ যাত্রার নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছেন তারা হলেন- ফেনী-১ আসনের সাবেক সংসদ সদস্য আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, ভোলা-৩ আসনের সাবেক সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আবু জাহির, নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম ও লক্ষীপুর-২ আসনের নুরউদ্দিন চৌধুরী নয়ন। একইসঙ্গে তাদের স্ত্রী, ছেলে-মেয়ের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞার অনুমোদন দেওয়া হয়েছে।

© 2024 payranews.com | About us | Privacy Policy | Terms & Condidtion
Developed by- SHUMANBD.COM